div#ContactForm1 { display: none !important; }

Solution Of Computer Hang Problem

Hang শব্দটি আমরা যারা কম্পিউটার চালাই তাদের কাছে অতি পরিচিত আমরা পিসি ব্যবহার করতে গিয়ে অনেকেই এই সমস্যায় পড়ি আজকে আমরা জেনে নিব কিভাবে এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় তবে তার আগে আমরা জেনে নেই কি কারনে পিসি hang করেপিসি hang করার কারনঃ
বিভিন্ন কারনে পিসি hang করতে পারে। তারমধ্যে উল্লেখযোগ্য কারন গুলো হলঃ
পিসির প্রসেসর ভালো না হলে পিসি hang করতে পারে। আপনার প্রসেসর এর কাজ করার সামর্থ্য থেকে বেশী কাজ করতে গেলে পিসি hang করে

পিসির র‍্যাম এর পরিমান কম হলে এক সাথে বেশী কাজ করতে গেলে পিসি hang করবে
পিসির hard disk সমস্যা থাকলে পিসি hang হবে
Windows এর কোন সমস্যা থাকলে পিসি hang করে
পিসিতে ভাইরাসের আক্রমনের কারনে পিসি hang করে
র‍্যাম , প্রসেসর দুর্বল হলে যদি এক সাথে অনেক সফট চালু করা হয় তাহলে পিসি hang করে
অনেক সময় এন্টিভাইরাস এন্টিভাইরাস পিসিকে hang করে ফেলে। কম ক্ষমতার. পিসিতে kaspersky এর মত অধিক পরিমান মেমোরি খাওয়া এন্টিভাইরাস চালালে পিসি hang করে
এছাড়াও আরো অনেক কারনে পিসি hang করতে পারে। এবার আসুন কিভাবে এর হাত থেকে বাঁচা যাবে
Go To Run or press windows key + R
Type “regedit”
HKEY_CURRENT_USER  > Control panel > Desktop > Auto end task/Active wnd track timeout(win 7) option ডাবল click করুন
এখন Value data হিসেবে পরিবর্তন করে করে ok দিয়ে বের হয়ে আসুন
সেভেনে সাধারনত এই সমস্যাটি কম হয়। আর আপনার পিসি config যদি ভালো থাকে তাহলে তো আর চিন্তা নেই
আপনি আপনার প্রসেসর র‍্যাম আপডেট করে ফেলুন। পিসি hang আর হবে না
পিসিতে ভাইরাস আছে কিনা তা চেক করুন
Hard disk checkup করুন কোন bad sector আছে কিনা
Windows এর সমস্যা থাকলে windows repair করুন এভাবে – Go to CMD> type “sfc/scannow
windows এর disk চাইলে disk দিয়ে দেবেন। কাজ না হলে os reinstall করে ফেলুন
আর CTRL + ALT + DEL একসাথে চেপে task manager open করে যে সফটটি hang করেছে তা বন্ধ করতে পারেন। অথবা process   গিয়ে explorar click করে end process দিয়ে দিলে ওই সফটটি বন্ধ হয়ে যাবে। explorar পুনরায় চালু করতে File > New task> browse> c drive(windows drive) > windows> explorar.exe টি open করে দিলেই আবার চালু হয়ে যাবে
আশা করি এবার এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।
ধন্যবাদ