কথাশিল্পী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাস সাহিত্যে এমন একটি নূতন পথ ধরে অগ্রসর হয়েছেন
যা বাঙলা কথাসাহিত্যের পরিধিকে প্রসারিত করে দিয়ে তার মধ্যে এনেছে এক অদৃষ্টপূর্ব বৈচিত্র্য।
সংবেদনশীল হৃদয়, ব্যাপক জীবনজিজ্ঞাসা, প্রখর পর্যবেক্ষণশক্তি, সংস্কারমুক্ত স্বাধীন
মনোভঙ্গি প্রভৃতির গুণে শরৎসাহিত্য লাভ করেছে এক অনন্যসাধারণ বিশিষ্টতা যা পরবর্তীকালের
বাঙলা সাহিত্যের গতিপ্রকৃতিকে অনেকাংশে নিয়ন্ত্রিত করেছে। বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের
পর বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বলতম জ্যোতিষ্ক হলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,
যিনি তাঁর সীমিত কালখণ্ড ও ভূমিখণ্ডকে স্বচ্ছন্দে অতিক্রম করে এক যুগোত্তীর্ণ মর্যাদায়
অধিষ্টিত হয়ে আছেন বাঙালি পাঠকসমাজে, তাঁর কালজয়ী খ্যাতি দেশের সীমাকে বঙ্কিমচন্দ্র
ও রবীন্দ্রনাথের পরিলঙ্ঘন করে বিশ্বের বিভিন্ন দেশে বিস্তারলাভ করে বিদেশি পাঠকদের
মনকেও জয় করেছে।
শরৎচন্দ্র
চট্টোপাধ্যায় এর উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ পড়বার আগ্রহ নেই এমন মানুষ কত জন
হতে পারে তা আমার জানা নাই। তবে বই গুলোর নাম না জানা, দোকানে গিয়ে কিনা বা সংগ্রহ
করতে না পারার জন্য হয়ত অনেকেরই ইচ্ছা থাকলে ও এখন পর্যন্ত তা পুরন হয়নায়। তারা সহ
যারা নতুন করে আবার উপভোগ করতে চান বই গুলো তারা এবার অনলাইনে পড়ুন শরৎচন্দ্র এর
শরৎ-রচনাসমগ্র।
উপন্যাস
শরৎচন্দ্র
চট্টোপাধ্যায় এর আরো অনেক উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ পেতে
এখানে ক্লিক করুন।