বেশিরভাগ
সময় যখন পেনড্রাইভ পিসি তে লাগানো হয় তখন পিসি এর অটোরান সিস্টেম পেনড্রাইভ কে অটো
রান করে, আর সেই সময়ই পেনড্রাভে যদি ভাইরাস থাকে সেগুলো পিসিতে বিস্তার লাভ করে। তথ্য
ট্রান্সফার করতে আমরা পেনড্রাইভ ব্যবহার করি। কিন্তু সব চাইতে বেশি ভাইরাস ও ছড়ায়
পেনড্রাইভের মাধ্যমে। মেমোরি কার্ড বা পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ভাইরাসের
সংক্রমণ বেশি হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলে অটোরান ভাইরাসটি।
অটোরান
ঠেকাতে পারে এমন বেশ কিছু সফটওয়্যার রয়েছে। পান্ডা ইউএসবি ভ্যাকসিন এগুলোর মধ্যে
জনপ্রিয়। সফটওয়্যারটি ব্যবহার করে কম্পিউটারের ড্রাইভ, মেমোরি কার্ড ও পেন
ড্রাইভকে অটোরান ভাইরাসমুক্ত রাখা সম্ভব। এটি কম্পিউটার থেকে যেকোনো অটোরান ভাইরাস
যেমন মুছে ফেলতে পারে, তেমনি নতুন কোনো অটোরান ভাইরাসকে কম্পিউটারে প্রবেশ করতে
বাধা দেয়। কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করার পর এতে সংযুক্ত করা সব ইউএসবিতে
স্বয়ংক্রিয়ভাবে একটি Autorun.inf ফাইল তৈরি করবে। ফাইলটি সাধারণত হিডেন হিসেবে
থাকবে, যেটি এ ড্রাইভে অন্য কোনো অটোরান ফাইল ঢুকতে দেবে না। ফলে ক্ষতিকর সব ধরনের
অটোরান ফাইল থেকে ড্রাইভটি মুক্ত থাকবে। এটি টিকার মতো কাজ করে, অর্থাৎ একবার কোনো
ড্রাইভে টিকা (সফটওয়্যারটির মাধ্যমে ভ্যাকসিন) দেওয়ার পর এটি কখনোই অটোরান
ভাইরাসে আক্রান্ত হবে না। এমনকি কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল না থাকলেও ইউএসবি
ড্রাইভকে অটোরান আক্রমণ করতে পারবে না। সফটওয়্যারটি ইন্টারনেট থেকে বিনা মূল্যে
ডাউনলোড করা যায়। সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথমে http://cnet.co/pandausb থেকে এটি ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে আপনার ইউএসবি ড্রাইভকে কম্পিউটারের সঙ্গে
যুক্ত করুন। কম্পিউটারকে অটোরানমুক্ত করতে Vaccinet Computer-এ ক্লিক করতে হবে। আর
পেন ড্রাইভকে অটোরানমুক্ত করতে Vaccinet USB-তে ক্লিক করতে হবে।
সফাওয়্যার
ছাড়া অটোরান বন্ধ করেতে--
Start
> Run ওপেন করুন।
gpedit.msc
লিখে OK চাপুন। নতুন ১টি উইন্ডো আসবে।
User
Configuration এর বাম পাশের + চিহ্ন ক্লিক করে Administritive Templates এর বাম
পাশের “+” চিহ্ন ক্লিক করুন। তারপর সিস্টেম এ ক্লিক করুন।
এখন
ডান পাশের উইন্ডোতে Turn off autoplay লেখাটি ডাবল ক্লিক করে Enable সিলেক্ট করুন
আর নিচের Turn off autoplay on অংশে All drive সিলেক্ট করে OK চাপুন। তারপর বেরিয়ে
আসুন।
“পোস্টটি তে অনিচ্ছা সত্তে হওয়া ভুল ত্রুটি
এর জন্য আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করা হচ্ছে”
“পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ”
๑۩۞۩๑পোস্টটি ভাল লাগলে লাইক/কমেন্ট/শেয়ার করুন ও অন্যদের পড়বার সুযোগ করে দিন๑۩۞۩๑
๑۩۞۩๑পোস্টটি ভাল লাগলে লাইক/কমেন্ট/শেয়ার করুন ও অন্যদের পড়বার সুযোগ করে দিন๑۩۞۩๑