div#ContactForm1 { display: none !important; }

জেনে নিন কিভাবে আমাদের ল্যাপটপ কে যত্নে রাখা যায়...

আমরা অনেকেই ল্যাপটপ ব্যবহার করি। বহনযোগ্য বলে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। Desktop Pc মত পার্টস বদলানো বা আপডেট করা যায় না বলে এর যত্ন নেওয়া প্রয়োজন। যত্ন নিলে এটি দীর্ঘদিন সার্ভিস দিতে সক্ষম হবে। তাহলে আসুন আমরা জেনে নেই কিভাবে আমাদের ল্যাপটপ কে যত্নে রাখা যায়।
১। Laptop এর টাচ প্যাড বেশী ব্যবহার করলে তা নষ্ট হবার সম্ভাবনা থাকে। তাই টাচ প্যাডের বিকল্প হিসেবে usb mouse ব্যবহার করা ভালো। এতে করে টাচ প্যাড ভালো থাকবে। তবে মাঝে মাঝে টাচ প্যাড দিয়ে কাজ করা উচিত। একবারে ব্যবহার না করলে নষ্ট হয়ে যেতে পারে।


২। Laptop এর keyboard এর কোনায় লেগে থাকা ধুলাবালি পরিষ্কার করতে হবে। আর আপনার যদি খুব বেশি keyboard ব্যবহার হয়ে থাকে , তাহলে usb keyboard ব্যবহার করা উত্তম।

৩। Laptop এ লেগে থাকা ধুলাবালি পরিস্কার করতে হবে।

৪। Laptop কখনই ৬-৭ ঘন্টা একটানা ব্যবহার করা উচিত নয়। মাঝে মাঝে রেস্ট দেয়া ভালো।

৫। Laptop কে ঠান্ডা রাখার জন্য cooling Fan ব্যবহার করতে পারেন।

৬। Laptop এর যে স্থান দিয়ে গরম বাতাস বের হবে, সে স্থান খোলামেলা রাখতে হবে।

৭। Laptop কখনই সরাসরি কোলে নিয়ে ব্যবহার করা উচিত নয়। বই বা অন্য কিছুর ওপর রেখে ব্যবহার করতে হবে। কারন Laptop এর গরম বাতাস মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট করে।

৮। Laptop সবসময় চার্জ দেয়া অবস্থায় চালাবেন। ৮-১০ দিনে একবার ব্যাটারিতে চালাবেন। ৩০%-৪০% ব্যবহার করার পর আবার চার্জ দিয়ে চালাবেন। আর ৩-৪ মাসে একবার হলেও ব্যাটারি পুরা খালি করবেন এবং ল্যাপটপ বন্ধ অবস্থায় ৬-৭ ঘন্টা চার্জ দিবেন। আশা করি এভাবে ব্যবহার করলে আপনার ব্যাটারি ভালো থাকবে।

৯। Laptop এর ব্যাটারি মাঝে মাঝে খুলে তার ভিতর পরিষ্কার করতে হবে।

১০। Laptop বহনের সময় খেয়াল রাখতে হবে যেন বাড়ি বা ঝাকুনি না খায়। বহনের জন্য ব্যাগ ব্যবহার করতে হবে।

১১। Laptop এ ব্যাটারি দিয়ে চালানো অবস্থায় অপ্রয়োজনীয় ফাংশন যেমন wifi, bluetooth ইত্যাদি বন্ধ করে দেয়া ভালো যদি না তা ব্যবহারের দরকার পড়ে। এতে ব্যাটারি দীর্ঘসময় চার্জ থাকবে।

১২। Laptop এর Brightness কমায় রাখা ভালো। এতে করে চার্জ বেশী থাকে + ডিসপ্লে ভালো থাকবে।

আশা করি এই টিপসটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।