div#ContactForm1 { display: none !important; }

বাংলাদেশের অতীত কিছু দুর্লভ ছবি

ময়মনসিং রোড কিন্তু ঢাকা-ময়মনসিং সড়ক না।

বর্তমান ওয়াসা ভবনের পাশ দিয়ে জনতা টাওয়ারএর পাশ ঘেষে তেজগাঁও রেল ক্রসিং হয়ে সাতরাস্তার দিকে বেশ পুরনো একটি সড়ক ছিলো সেটার নাম ছিলো ময়মনসিং রোড। তেজগাঁও রেল ক্রসিং এর পাশ দিয়ে বিজ্ঞান কলেজ-হলিক্রস কলেজ হয়ে ফার্মগেট পর্যন্ত যে রাস্তাটা আছে সেটাও কিন্তু ময়মনসিং রোডের আওতায় ছিলো। বছর কুড়ি আগেও এই রাস্তাগুলোর পাশের বাড়িগুলোর ঠিকানায় 'ময়মনসিং রোড' লেখতে দেখা গেছে।

Mymensingh Road, Tejgaon, Dhaka (1966)


১২ এপ্রিল ১৯৭১ , সাতক্ষীরা, বাংলাদেশ । সম্মুখ যুদ্ধে প্রস্তুত মুক্তিবাহিনী ।


গুলিস্তান সিনেমা হল। 1971


Civilian Bengali refugees on the road, escaping the frontline battle between Mukti Bahini and Pakistan. A woman in burqah cries, surrounded by her children.

Saidpur, Bangladesh, December (1971).


"মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী" পল্টনের একটি বিশাল মিটিং এ মূল্যবান ভাষণ দিচ্ছেন।


"বঙ্গবীর কাদের সিদ্দিকি" ওরফে বাংলার "টাইগার সিদ্দিকি" মুক্তিযুদ্ধের পর "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের" নিকট মুক্তিযুদ্ধে ব্যাবহার করা "অস্ত্র সমাপর্ণ" করছেন ।

"টাইগার সিদ্দিকি" টাঙ্গাইল ২৪ জানুয়ারি , ১৯৭২ সাল ।



জাতীয় স্মৃতি সৌধ নির্মাণাধীন অবস্থায় ,সাভার, ঢাকা । ১৯৮২ সাল।



সংসদ ভবন নির্মানকাজ - (১৯৬৯)



জাতীয় সংসদ ভবন নির্মাণাধীন অবস্থায় , ঢাকা। ১৯৬০ সালের পর।




শাহবাগ,ঢাকা (১৯০৩ সাল) - দ্যা দরবার হল । বর্তমান মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ।



Ahsan Manzil before renovation 1980



"Ahsan Manjil" Dhaka (1976)


এই সেই মতির ঝিল যার নামে নামকরন হয়েছে "মতিঝিল" (১৯০০ সালের আগের তোলা ছবি)
"বাংলাদেশ ব্যাংক" এই ঝিলের উপরে অবস্থিত। ব্যাংক এর পিছনে সেই ঝিল এখনো আছে তবে ডোভা এখন।
"বাংলাদেশ ব্যাংক" এই ঝিলের উপরে অবস্থিত।




১৯৬৫ সালের ঢাকা সদরঘাট ঢাকা কলেজিয়েট স্কুল এর সামনের একটি ছবি


১৯৮২ -৭ গম্বুজ মসজিদ,মোহাম্মাদপুর,ঢাকা । এই মসজিদ এখনো আছে।
পিছনে নদীর যায়গায় এখন "চান মিয়া হাউজিং এবং মোহামদ্দিয়া হাউজিং লিমিটেড" আর তার পাশে বেড়িবাধ দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে যা দিয়ে গাবতলি যাওয়া যায়। এই মসজিদের নামেই ধানমণ্ডির সাত মসজিদ রোড।
১৯৮২-৭ গম্বুজ মসজিদ,মোহাম্মাদপুর,ঢাকা ।