বেশিরভাগ
সময় যখন পেনড্রাইভ পিসি তে লাগানো হয় তখন পিসি এর অটোরান সিস্টেম পেনড্রাইভ কে অটো
রান করে, আর সেই সময়ই পেনড্রাভে যদি ভাইরাস থাকে সেগুলো পিসিতে বিস্তার লাভ করে। তথ্য
ট্রান্সফার করতে আমরা পেনড্রাইভ ব্যবহার করি। কিন্তু সব চাইতে বেশি ভাইরাস ও ছড়ায়
পেনড্রাইভের মাধ্যমে। মেমোরি কার্ড বা পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ভাইরাসের
সংক্রমণ বেশি হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলে অটোরান ভাইরাসটি।
BIOS Password না জানা থাকলে বা ভুলে গেলে করনীয়
নিজ কম্পিউটার অনাক্ষাংখীত ব্যবহার থেকে রক্ষা করতে আমরা বায়োস পাসওয়ার্ড ব্যবহার করতে পারি। বায়োসে দুই ধরনের পাসওয়ার্ড সেট করা যায়। এক ধরনের পাসওয়ার্ড হল পাওয়ার অন করার পর পাসওয়ার্ড চাইবে, সঠিক পাসওয়ার্ড দিতে ব্যার্থ হলে কম্পিউটার চালু হবে না। এবং অন্য ধরনের পাসওয়ার্ড হল কম্পিউটার অন হবে কিন্তু বায়োস সেটিংসে ঢুকতে গেলে পাসওয়ার্ড চাইবে। অনেক সময় দেখা যায়, ব্যবহারকারী বায়োস পাসওয়ার্ড ভুলে গেছেন তাই কম্পিউটার অন করতে পারছেন না। অথবা কারো কাছ থেকে ব্যবহৃত কম্পিউটার কিনেছেন বায়োস সেটিংসে ঢুকতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড চাইছে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে বায়োস পাসওয়ার্ড বাইপাস বা রিসেট করার প্রয়োজন হয়। নিচের তিন পদ্ধতিতে আপনি এই কাজটি করতে পারেন।
Internet এর ইতিহাস ও এ সমপৃক্ত কিছু তথ্য
ইন্টারনেট কি?
আন্তজাল বা ইন্টারনেট হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত কতগুলো
Computer Network এর সমষ্টি যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল এর মাধ্যমে ডাটা বা তথ্যের
আদান-প্রদান করা।
ইন্টারনেট
এর ইতিহাস:
১৯৬০ইং সালে মাকিন সামরিক বাহিনীর গবেষণা সংস্থা অ্যাডভান্সড রিসাচ প্রজেক্টস এজেন্সি
বা আরপা (ARPA) পরীক্ষামূলক ভাবে মাকিন যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয় ও গবেশণাগারের
মধ্যে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। এসময় তথ্য আদান-প্রদান বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষার
কাজের মধ্যে ছিল।
বাংলাদেশী মোবাইল নম্বরে বিনামূল্যে প্রতিদিন ২৫টি এসএমএস
বিনামূল্যে এসএমএস করার সাইটগুলোর মধ্যে সূর্যবার্তা অন্যতম। এই সাইট থেকে প্রতিদিন বিনামূল্যে ২৫টি পর্যন্ত সর্বোচ্চ ১১০ অক্ষরের এসএমএস করা যাবে যেকোন বাংলাদেশী মোবাইল নম্বরে। এসএমএস যাবে সূর্যবার্তার নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে কিন্তু সাথে যাবে প্রেরকের মোবাইল নম্বর এবং সূর্যবার্তার বিজ্ঞাপন।
সার্চ ইঞ্জিন গুগল এর মজার ভিন্ন কিছু রুপ
ইন্টারনেট এ সার্চ ইঞ্জিন গুলোর মাঝে গুগল সর্বপরি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন। প্রতিনিয়ত www.google.com এড্রেসে গিয়ে অভস্ত যারা তারা নিচের লিংক গুলো তে ক্লিক করে দেখতে পারেন সার্চ ইঞ্জিন গুগল এর ভিন্ন কিছু মজার রুপ।
Google Sphere – http://bit.ly/uXfgyO
Epic Google – http://bit.ly/uGANwB
Google Gravity – http://bit.ly/nLGzd1
ডাচবাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং সিস্টেম এর ব্যবহার
মোবাইল ব্যাংকিং কী?
মোবাইল ব্যাংকিং হচ্ছে শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে স্বল্প খরচে দক্ষতার সঙ্গে আর্থিক সেবা পৌঁছে যাবে ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির কাছে। মোবাইল প্রযুক্তি সরঞ্জাম অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং ও আর্থিক সেবা (টাকা জমাদান, উত্তোলন, পণ্য বা সেবা ক্রয়ের মূল্য পরিশোধ, বিভিন্ন ধরণের বিল পরিশোধ, বেতন/ভাতা বিতরণ, বিদেশিক আয়, সরকারি বেতন ও ভাতাদি বিতরণ, ATM থেকে টাকা উত্তোলন) প্রদান করাই হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল একাউন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর প্রস্তাবিত সেবাসমূহ পাওয়া যাবে।
মোবাইল ব্যাংকিং হচ্ছে শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে স্বল্প খরচে দক্ষতার সঙ্গে আর্থিক সেবা পৌঁছে যাবে ব্যাংকিং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির কাছে। মোবাইল প্রযুক্তি সরঞ্জাম অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং ও আর্থিক সেবা (টাকা জমাদান, উত্তোলন, পণ্য বা সেবা ক্রয়ের মূল্য পরিশোধ, বিভিন্ন ধরণের বিল পরিশোধ, বেতন/ভাতা বিতরণ, বিদেশিক আয়, সরকারি বেতন ও ভাতাদি বিতরণ, ATM থেকে টাকা উত্তোলন) প্রদান করাই হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল একাউন্টের মাধ্যমে মোবাইল ব্যাংকিং এর প্রস্তাবিত সেবাসমূহ পাওয়া যাবে।
জেনে নেওয়া যাক কিবোর্ড শর্টকাট এর প্রয়োজনীয়তা
অপারেটিং সিষ্টেম হোক আর এপ্লিকেশন সফটঅয়্যার হোক, সব যায়গাতেই কমান্ড ব্যবহারের জন্য একাধিক পদ্ধতি রয়েছে। মেনু থেকে কমান্ড সিলেক্ট করতে পারেন, টুলবার থেকে নির্দিষ্ট টুলে ক্লিক করতে পারেন আকার কিবোর্ড থেকেও কমান্ড দিতে পারেন। বর্তমানের সব অপারেটিং সিষ্টেমই গ্রাফিক্যাল ফলে মাউস ব্যবহার করে সব কাজ করা যায়। সেকারনে কিবোর্ড থেকে কমান্ড দেয়াকে বলা হয় শর্টকাট। নাম বলে দিচ্ছে কাজ দ্রুত করার জন্য এই ব্যবস্থা।
ডাউনলোড করে সংগ্রহে রাখুন হুমায়ুন আহমেদের একশরও বেশী বই PDF আকারে
মনে তীব্র ব্যাথা কমানোর একটি উপায় হচ্ছে কিছু লেখা। যে লেখা ব্যক্তিগত দুঃখকে ছড়িয়ে দেয় সবদিকে।
হুমায়ুন আহমেদ (আমার ছেলেবেলা)
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙ্গালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হিসেবে তাকে বিবেচনা করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয়, বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। ২০১১ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক। অতুলনীয় জনপ্রিয়তা সত্বেও তিনি অন্তরাল জীবন-যাপন করেন এবং লেখলেখি ও চিত্রনির্মাণের কাজে নিজেকে ব্যস্ত রাখেন।
বাংলাদেশের অতীত কিছু দুর্লভ ছবি
ময়মনসিং রোড কিন্তু ঢাকা-ময়মনসিং সড়ক না।
বর্তমান ওয়াসা ভবনের পাশ দিয়ে জনতা টাওয়ারএর পাশ ঘেষে তেজগাঁও রেল ক্রসিং হয়ে সাতরাস্তার দিকে বেশ পুরনো একটি সড়ক ছিলো সেটার নাম ছিলো ময়মনসিং রোড। তেজগাঁও রেল ক্রসিং এর পাশ দিয়ে বিজ্ঞান কলেজ-হলিক্রস কলেজ হয়ে ফার্মগেট পর্যন্ত যে রাস্তাটা আছে সেটাও কিন্তু ময়মনসিং রোডের আওতায় ছিলো। বছর কুড়ি আগেও এই রাস্তাগুলোর পাশের বাড়িগুলোর ঠিকানায় 'ময়মনসিং রোড' লেখতে দেখা গেছে।
স্কুলের পাঠ্যবই ইন্টারনেটে ডিজিটাল মাধ্যমে
ইন্টারনেটে ডিজিটাল বইয়ের ধারণা সারা বিশ্বে বেশ জনপ্রিয় অনেক দিন থেকেই। বিশ্বের যেকোনো জায়গা থেকেই এমন বই পেতে পারে গ্রাহকেরা। সহজ এই সুবিধার ফলে ইন্টারনেটে গড়ে উঠেছে ডিজিটাল গ্রন্থাগার, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের বইয়ের ডিজিটাল সংস্করণ। আমাদের দেশে ডিজিটাল বই সহজলভ্য নয়। তবে এবার খুব ভালো একটি উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের প্রথম সপ্তাহেই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রাথমিক ও মাধ্যমিক স্তরের (প্রথম থেকে নবম শ্রেণী) পাঠ্যবইগুলোকে ডিজিটাল করে ইন্টারনেটে প্রকাশ করেছে। শিক্ষার্থীদের হাতে পৌঁছানো মুদ্রিত বইগুলোর মতোই ডিজিটাল সংস্করণ এখন বিনা মূল্যে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।
জেনে নিন কিভাবে আমাদের ল্যাপটপ কে যত্নে রাখা যায়...
আমরা অনেকেই ল্যাপটপ ব্যবহার করি। বহনযোগ্য বলে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। Desktop Pc মত পার্টস বদলানো বা আপডেট করা যায় না বলে এর যত্ন নেওয়া প্রয়োজন। যত্ন নিলে এটি দীর্ঘদিন সার্ভিস দিতে সক্ষম হবে। তাহলে আসুন আমরা জেনে নেই কিভাবে আমাদের ল্যাপটপ কে যত্নে রাখা যায়।
১। Laptop এর টাচ প্যাড বেশী ব্যবহার করলে তা নষ্ট হবার সম্ভাবনা থাকে। তাই টাচ প্যাডের বিকল্প হিসেবে usb mouse ব্যবহার করা ভালো। এতে করে টাচ প্যাড ভালো থাকবে। তবে মাঝে মাঝে টাচ প্যাড দিয়ে কাজ করা উচিত। একবারে ব্যবহার না করলে নষ্ট হয়ে যেতে পারে।
১। Laptop এর টাচ প্যাড বেশী ব্যবহার করলে তা নষ্ট হবার সম্ভাবনা থাকে। তাই টাচ প্যাডের বিকল্প হিসেবে usb mouse ব্যবহার করা ভালো। এতে করে টাচ প্যাড ভালো থাকবে। তবে মাঝে মাঝে টাচ প্যাড দিয়ে কাজ করা উচিত। একবারে ব্যবহার না করলে নষ্ট হয়ে যেতে পারে।
Solution Of Computer Hang Problem
Hang শব্দটি আমরা যারা কম্পিউটার চালাই তাদের কাছে অতি পরিচিত। আমরা পিসি ব্যবহার করতে গিয়ে অনেকেই এই সমস্যায় পড়ি। আজকে আমরা জেনে নিব কিভাবে এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে তার আগে আমরা জেনে নেই কি কারনে পিসি hang করে।পিসি hang করার কারনঃ
বিভিন্ন কারনে পিসি hang করতে পারে। তারমধ্যে উল্লেখযোগ্য কারন গুলো হলঃ
পিসির প্রসেসর ভালো না হলে পিসি hang করতে পারে। আপনার প্রসেসর এর কাজ করার সামর্থ্য থেকে বেশী কাজ করতে গেলে পিসি hang করে।
বিভিন্ন কারনে পিসি hang করতে পারে। তারমধ্যে উল্লেখযোগ্য কারন গুলো হলঃ
পিসির প্রসেসর ভালো না হলে পিসি hang করতে পারে। আপনার প্রসেসর এর কাজ করার সামর্থ্য থেকে বেশী কাজ করতে গেলে পিসি hang করে।
অনলাইনে পড়ুন শরৎচন্দ্র এর শরৎ-রচনাসমগ্র
কথাশিল্পী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাস সাহিত্যে এমন একটি নূতন পথ ধরে অগ্রসর হয়েছেন
যা বাঙলা কথাসাহিত্যের পরিধিকে প্রসারিত করে দিয়ে তার মধ্যে এনেছে এক অদৃষ্টপূর্ব বৈচিত্র্য।
সংবেদনশীল হৃদয়, ব্যাপক জীবনজিজ্ঞাসা, প্রখর পর্যবেক্ষণশক্তি, সংস্কারমুক্ত স্বাধীন
মনোভঙ্গি প্রভৃতির গুণে শরৎসাহিত্য লাভ করেছে এক অনন্যসাধারণ বিশিষ্টতা যা পরবর্তীকালের
বাঙলা সাহিত্যের গতিপ্রকৃতিকে অনেকাংশে নিয়ন্ত্রিত করেছে। বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের
পর বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বলতম জ্যোতিষ্ক হলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,
যিনি তাঁর সীমিত কালখণ্ড ও ভূমিখণ্ডকে স্বচ্ছন্দে অতিক্রম করে এক যুগোত্তীর্ণ মর্যাদায়
অধিষ্টিত হয়ে আছেন বাঙালি পাঠকসমাজে, তাঁর কালজয়ী খ্যাতি দেশের সীমাকে বঙ্কিমচন্দ্র
ও রবীন্দ্রনাথের পরিলঙ্ঘন করে বিশ্বের বিভিন্ন দেশে বিস্তারলাভ করে বিদেশি পাঠকদের
মনকেও জয় করেছে।
Subscribe to:
Posts (Atom)